বেশ কয়েক বছর ধরেই কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিতব্য এমআর-৯ সিনেমাটি আসছে বলে শোনা যাচ্ছিল। অনেক জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বেশ কিছু ধামাকা নিয়ে হাজির হতে যাচ্ছেন পরিচালক আসিফ আকবর। একঝাঁক হলিউড ও বলিউডের জনপ্রিয় মুখ নিয়ে এ সিনেমা নির্মাণ করছেন নির্মাতা।
বর্তমানে যুক্তরাষ্ট্রে চলছে এ সিনেমার শুটিং। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইন নিশ্চিত করেছে এসব তথ্য।
হলিউড দুনিয়া কাঁপানো মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা ও জনপ্রিয় অনেক সিনেমাতেই অভিনয় করে সাড়া জাগিয়েছেন হলিউড তারকা ফ্রাঙ্ক গ্রিলো। এবার এমআর-৯ সিনেমা দিয়ে তিনি বাংলাদেশও মাতাবেন। এখানে গ্রিলকে দেখা যাবে সিক্রেট এজেন্ট মাসুদ রানার প্রতিপক্ষ হিসেবে। ধারণা করা হচ্ছে, খল চরিত্রে বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন।
আরও পড়ুন: খাবার টেবিলে একসঙ্গে সানী-মৌসুমী
তবে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন। মাসুদ রানা বাংলাদেশের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সির হয়ে দেখা দেবেন। তবে শুধু গ্রিলোই নয়, পাশাপাশি তার ছেলে রেমি গ্রিলোও এ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করবেন।
দ্য ডার্ক নাইটের অভিনেতা মাইকেল জাই হোয়াইট, নিকো ফস্টার, উলফ ওয়ারিয়র টু-এর ওলেগ প্রুডিয়াস, আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেলসহ অনেকেই হলিউডের হয়ে অভিনয় করবেন। বলিউডের তালিকাও কম নয়। অভিনেত্রী সাক্ষী প্রধান, থ্রি ইডিয়টসের অমি বৈদ্যও রয়েছেন। এ ছাড়া আনিসুর রহমান মিলন, শহিদুল আলম সাচ্চু যুক্ত হয়েছেন ‘এমআর-নাইন’ সিনেমায়।